মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী রহ. (জীবনীগ্রন্থ)

ইমাম বুখারী (রহঃ) সর্বযুগের মুসলিম বিশ্বের একটি চিরন্তন নাম। যাঁকে ইমামুল মুহাদ্দিসীন, আমিরুল মুমিনীন ফিল হাদীস, মুহাদ্দিস সম্রাট, যুগশ্রেষ্ট মুহাদ্দিস, মুহাদ্দিসকুল শিরোমণি প্রভৃতি ভূষণে আখ্যায়িত করা হয়। এমন এক মহান ব্যক্তিত্ব যাঁকে বাদ দিলে পুরো হাদিস শাস্ত্রটাই যেন অচল। এই মহান মনীষীর জীবনে রয়েছে বহু উত্থান পতন। তাঁর জীবনে রয়েছে বহু শিক্ষণীয় ঘটনাবলী যা সর্বধর্মের সকল সম্প্রদায়ের মানুষকে অনুপ্রাণিত করে। যাইহোক ইমাম বুখারী (রহঃ) এর জীবনের বহু অধ্যায় যেমন তাঁর মতাদর্শ, ধর্মচিন্তা, গবেষণা, হাদীস সংকলনের ইতিবৃত্ত, জন্ম, বংশপরিচয় প্রভৃতি নিয়ে এই জীবনীগ্রন্থে আলোচনা করা হয়েছে। নতুন তথ্যে সম্বলিত এই জীবনীগ্রন্থটি চিন্তাশীল পাঠক পাঠিকার প্রাণ স্পর্শ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

বইঃ মুহাদ্দিস সম্রাট ইমাম বুখারী (রহঃ)
লেখকঃ মুহাম্মাদ আব্দুল আলিম
প্রকাশনায়ঃ লেখা প্রকাশনী
মূল্যঃ ২৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *