সিরাজউদ্দৌল্লা (ঐতিহাসিক উপন্যাস)

সিরাজউদ্দৌল্লা (ঐতিহাসিক উপন্যাস)

সিরাজউদ্দৌল্লা হল একটি সম্পূর্ণরূপে ঐতিহাসিক উপন্যাস। ইতিহাসকে আশ্রয় করে লেখা নতুন ছন্দে বাংলা, বিহার ও উড়িশার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লাহর জীবনকে নতুনভাবে এই উপন্যাসে দেখানো হয়েছে। সব থেকে আকর্ষণীয় ব্যাপার হল আমরা জানি নবাব সিরাজউদ্দৌল্লা এর সাথে মারাত্মক বিশ্বাসঘাতকতা করেছিলেন তাঁরই অন্যতম নানাজান মীর মুহাম্মাদ জাফর আলী খান ওরফে মীর জাফর। কিন্তু এই উপন্যাসে মীর জাফরকে নবাব সিরাজউদ্দৌল্লাহর হিতাকাঙ্খী ও চরম বিশ্বস্ত হিসাবেই দেখানো হয়েছে। মীর জাফর যে নবাবের হিতাকাঙ্খী ও চরম বিশ্বস্ত ছিলেন তা শুধুমাত্র কল্পনা করে লেখা হয়নি বরং এ নিয়ে প্রচুর ঐতিহাসিক গ্রন্থও রয়েছে যা ভারত ও বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে। এছাড়াও নবাব সিরাজউদ্দৌল্লাহ কিভাবে মসনদে আরোহন করলেন, কিভাবে অন্যধর্মের সুন্দরী নারী রাজ কুনওয়ারের সাথে প্রথমে প্রেম হল তারপরে বিবাহ হয়ে নাম হল লুৎফুন্নিসা, কিভাবে তাঁর বিরুদ্ধে সমকালীন বিশ্বাসঘাতকেরা ষড়যন্ত্র করে মসনদ থেকে চিরকালের জন্য বঞ্চিত করার জন্য তৎপর হয়ে উঠেছিল, কিভাবে তাঁরই বিশ্বস্ত অনুচর মোহনলালের অনিন্দ্যসুন্দরী বোন মাধবী ওরফে আলেয়া তাঁর প্রেমে শেষ পর্যন্ত উন্মাদ হয়ে গিয়েছিল এইসবই হল এই উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয়। নতুন তথ্যে সম্বলিত উপন্যাসটির গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। স্বভাবতই উপন্যাসটি চিন্তাশীল পাঠক পাঠিকার প্রাণ স্পর্শ করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

নিচের লিঙ্কে ক্লিক করে অনলাইন থেকে বইটি কিনতে পারবেন।

Flipkart Link – Buy Now

Lekhalekhi – Buy Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *